আগামীকাল (২১ জুন) বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ হিসেবে গণ্য করেছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখাবে। এই অবস্থানে চাঁদ পৃথিবীর থেকে অন্য সময়ের তুলনায় কিছুটা দূরে […]