র্যাবিস। আতঙ্কের সবচেয়ে বড় প্রতিশব্দ অন্তত আমার কাছে। জীবনে একবারই এক জলাতঙ্কের রোগী দেখেছিলাম। আমার মনে হয়েছিলো মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা কোনো পাপ নয়। সত্যি সত্যি মনে হচ্ছিলো ওই বাচ্চাটিকে খুন করে ফেলা যায়! একটি অন্ধকার রুমে তাকে আটকে রাখা হয়েছিলো। জানালা গুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। এক […]