কুড়ি শতকের উষালগ্নের কথা। রসায়ন সহ বিজ্ঞানের অন্যান্য শাখার স্বর্ণযুগের হলো সূচনা। ইউরোপ জুড়ে, প্রতিযোগিতা দিয়ে আবিষ্কার-উদ্ভাবন হচ্ছিল সে সময়। সভ্যতার সহস্র বছরে যা উদ্ভাবিত হয়নি, কুড়ি শতকের প্রথমাংশেই তা হয়েছে। সে বাতাস লেগেছিলো এই বাংলাতেও। বাংলার অদম্য মেধাবী কিছু তরুণ তখন এই ঢাকায় কিংবা কোলকাতায় বসেই, মেধার দূরবীন দিয়ে […]