গত জুনে মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয়-স্লোভেনিয়ান বংশোদ্ভুত নভোচারি সুনীতা উইলিয়ামস। সাথে ছিল তার সহকর্মী বুচ উইলমোর, স্লোভেনিয়ান পতাকা, সিঙ্গারা আর সস্। সেই ৮ দিনের সফর আড়াই’শ দিনে গিয়ে ঠেকল। ফেরার যানে ত্রুটি দেখা দিলে মহাকাশে আটকা পড়েন তারা। এরপর বেশ কয়েক বার সুনীতাদের ফেরানোর চেষ্টা করা হলেও […]