জোকার ম্যালওয়্যার মোবাইল থেকে তথ্য চুরি করতে পারে।অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য আবার আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ‘জোকার’ ম্যালওয়্যার। জোকার ম্যালওয়ারের বিশেষত্ব হলো:- •অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ম্যালওয়্যাটি গুগল প্লে স্টোরে প্রকৃত অ্যাপের ছদ্মবেশে ঢুকে পড়ে। •এটি কারও স্মার্টফোন বা অন্য ডিভাইসে আক্রমণ করে, তখন এটি এসএমএসের অ্যাকসেস নিতে পারে। তথ্য […]