এই নিউজ গত ২৯ নভেম্বর গার্ডিয়ানে প্রকাশিত হলেও একবছর আগেই আবিষ্কার হয়ে গিয়েছিল। মূলত এটি নিয়ে Channel 4 এ সিরিজের কাজ হওয়ায় ব্যাপারটা গোপন রাখা হয়। এমাসেই সেটা “Jungle Mystery: Lost Kingdom of Amazon” নামে প্রচারিত হবে।

প্রায় ১২,৫০০ বছর আগের ৮মাইল প্রশস্ত এই চিত্রকর্মগুলো পাওয়া গিয়েছে কলোম্বিয়ার জঙ্গলে! ice age এর সময়কার এই চিত্রকর্মটির নাম দেয়া হয়েছে “The Sistine Chapel of the ancients”।

এই পুরো চিত্রকর্মে লালচে টেরাকোটা রঙে দশহাজারের মতো বিভিন্ন প্রাণি ও মানুষের ছবির সমন্বয় রয়েছে। শুধু কি তাই! মজার ব্যাপার হচ্ছে চিত্রকর্মগুলোর মধ্যে ice age এ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাগৈতিহাসিক বৃহৎদাঁতয়লা ম্যাস্টোডন, Plaeolama, জায়ান্ট গ্রাউন্ড স্লথ, বিলুপ্ত camelid এবং ice age horse রয়েছে।

আগে শুধুমাত্র ফসিলপ্রাপ্ত অনেক প্রাণিরই পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে এই সুবিশাল পাথুরে চিত্রে। এছাড়া মাছ, কচ্ছপ, লিজার্ড, পাখির ছবিও রয়েছে। ছবিগুলো এতো নিখুঁত যে সে সময়ের বন্য ice age horse এর বুনো ও ভারী মুখমন্ডল এবং ঘাড়ের কেশর এগুলোও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

ব্যাপক উচু এই পাথরের দেয়ালে শিল্পীদের হাতের ছাপ ও প্রাচীন মানুষের একে অপরের হাত ধরে একত্রে নাচের চিত্রগুলো সেই সময়ের কোনো অজানা সভ্যতাকেই নির্দেশ করে।

এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছে ব্রিটিশ-কলোম্বিয়ান একটি টীম যাদের প্রধান Jose Iriarte মনে করেন এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি এতোটা বড় ও সুক্ষ্ণ যে এর গবেষনায় কয়েক প্রজন্ম পার হয়ে যাবে।

Suvodip adhikari
03-12-20