সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্ট এর শুরুতেই চিন তাদের “তিয়ানওয়েন-১” (Tianwen-1) মার্স প্রোব উৎক্ষেপণ করবে ।
হাইনান প্রদেশে অবস্থিত ওয়েনচ্যাঙ্গ (Wenchang) স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে চিন তাদের সবচেয়ে শক্তিশালী ক্যারিয়ার রকেট “লং মার্চ-৫” (Long March-5) এর সাহায্যে “তিয়ানওয়েন-১” (Tianwen-1) মার্স প্রোব উৎক্ষেপণ করবে এবং সরাসরি আর্থ-মার্স ট্রান্সফার অরবিটে ইজেক্ট করবে।
“তিয়ানওয়েন-১” (Tianwen-1) মার্স প্রোব একটি অরবিটার, একটি ল্যান্ডার এবং একটি রোভার নিয়ে গঠিত ।
উৎক্ষেপণ সফল হলে আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গল এর কক্ষপথে পৌছবে । সেখানে পৌছে অরবিটার, ল্যান্ডার/রোভার থেকে পৃথক হয়ে যাবে।
পৌছনোর প্রায় ২-৩ মাস পর ল্যান্ডার/রোভার মঙ্গলের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করবে । অরবিটার কক্ষপথেই থেকে সায়েন্টিফিক অবজারভেশন চালাবে এবং রোভারের সাথে যোগাযোগ রাখবে।
বিশেষত, “তিয়ানওয়েন -১” (Tianwen-1) এর বৈজ্ঞানিক উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে :
▪️ মঙ্গলের মরফোলজি এবং ভূতাত্ত্বিক কাঠামোর মানচিত্রের প্রদান।
▪️মঙ্গলের পৃষ্ঠের মাটির বৈশিষ্ট্যগুলি এবং জল-বরফ (warer-ice) বন্টনের তদন্ত করা।
▪️পৃষ্ঠের পদার্থের গঠন বিশ্লেষণ করা।
▪️আয়নোস্ফিয়ার এবং সারফেসে মঙ্গলের জলবায়ু এবং পরিবেশের বৈশিষ্ট্যগুলি পরিমাপ করা।
▪️ভৌতিক ক্ষেত্রগুলি (বৈদ্যুতিক চৌম্বকীয়, মহাকর্ষীয়) এবং মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ কাঠামোর ব্যাপারে জানা।
“তিয়ানওয়েন-১” (Tianwen-1) মার্স প্রোবে মোট ১৩ টি ইন্সট্রুমেন্ট আছে । এর মধ্যে অরবিটারে আছে ৭ টি ইন্সট্রুমেন্ট
▪️Medium Resolution Camera
▪️High Resolution Camera
▪️Mars-Orbiting Subsurface Exploration Radar
▪️Mars Mineralogy Spectrometer
▪️Mars Magnetometer
▪️Mars Ion and Neutral Particle Analyzer
▪️Mars Energetic Particle Analyzer
এবং রোভারে আছে ৬ টি ইন্সট্রুমেন্ট।
▪️Multispectral Camera
▪️Terrain Camera
▪️Mars-Rover Subsurface Exploration Radar
▪️Mars Surface Composition Detector
▪️Mars Magnetic Field Detector
▪️Mars Meteorology Monitor
ঠিক কোন জায়গায় সফট ল্যান্ডিং করবে (যদি সফল হয়) অফিসিয়ালি জানানো হয়নি। যেটুকু জানা যাচ্ছে তা হল মঙ্গলের Utopia Planitia এর কোনো এক জায়গায় সফট ল্যান্ডিং করবে।
লাইভ টেলিকাস্ট/ওয়েবকাস্ট করা হবে কিনা জানা যায়নি। সম্ভবত দেখানো হবে না। উৎক্ষেপণ সফল হলে হয়ত ভিডিও রিলিজ করা হতে পারে। অবশ্য এটা নতুন কিছু নয় চিনের ক্ষেত্রে।
Source : https://www.nature.com/articles/s41550-020-1148-6
© #Neo 🚀
(ছবিটি প্রতিকী)
আমাদের ফেসবুক গ্রুপে লিখুন