মাতৃভাষা বাংলায় আবহাওয়া বিজ্ঞান চর্চা (পর্ব ১৩): আবহাওয়া বিজ্ঞানীরা কোন তথ্যের উপর ভিত্তি করে শীতকালে শৈত্য প্রবাহের পূর্বাভাষ করে থাকেন?
প্রথমত জেট স্ট্রিম (ভূ-পৃষ্ট থেকে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রায় যুদ্ধ বিমানের গতিতে প্রবাহিত বাতাস) এর অবস্থান দেখে আবহাওয়া বিজ্ঞানীরা কোন স্থানের উপর দিয়ে গরম না ঠাণ্ডা বাতাস প্রবাহিত হবে তা জানতে পারে আব হাওয়া পূর্বাভাষ মডেল এর সাহায্য সর্বোচ্চ ১৬ দিন পূর্বেই। দ্বিতীয়ত, কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে জানতে পারে
পৃথিবীর কোন স্থানের বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় কোন ধরনের বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসকে সাধারণ ৪ ভাগে ভাগ করা হয়:
১) সমুদ্রের গরম ও আর্দ্র বায়ু (উদাহরণ: ঘূর্ণিঝড় এর সময় বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের স্থল ভাগে যে বায়ু প্রবেশ করে)
২) সমুদ্রের ঠাণ্ডা ও শুষ্ক বায়ু (উদাহরণ: প্রশান্ত মহাসাগর থেকে আমেরিকার আলাস্কা কিংবা আর্কটিক মহাসাগর থেকে রাশিয়ার সাইবেরিয়ার উপর দিয়ে প্রবাহিত হয় যা মাঝে মধ্যে অনেক দক্ষিণে চলে আসে বিশেষ করে শীতকালে)
৩) স্থলভাগের ঠাণ্ডা ও শুষ্ক বায়ু (উদাহরণ: কানাডার আলবার্টা, সাসকাচোয়ান (আমি এই রাজ্যে বসবাস করি, বর্তমানে আমাদের রাজ্যের উপর দিয়ে এই বায়ু প্রবাহিত হচ্ছে ও তাপমাত্রা মাইনসা ৩০ ডিগ্রী সেলসিয়াস নেমে গিয়েছিলো এই সপ্তাহে, এই স্টা টা স লেখার সময় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস), ও মধ্য এশিয়ার দেশগুলো যেমন, উজবেকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, ও চীনের তিব্বতের উপর দিয়ে শীতকালে প্রবাহিত বায়ু।
শীতকালে এই স্থান গুলোর বাতাস এত বেশি ঠাণ্ডা থাকে যে বাতাস জলিয় বাষ্প ধরে রাখতে পারে না। বাতাসে জলিয়বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে তুষার (স্নো) আকারে ভূমিতে পতিত হয়।
৪) স্থল ভাগের গরম ও আর্দ্র বাতাস। বাংলাদেশে বর্ষাকালের বাতাস হলও এই ধরনের বাতাসের উদাহরণ যেমন বাতাসের আর্দ্রতা থাকে শতকরা ৮০ থেকে ৯০ ভাগ ও সেই সাথে তাপমাত্রা থাকে ৩০ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস।
কৃত্রিম ভূ-উপগ্রহের মাধ্যমে বাতাসের উপরোক্ত ২ টি বৈশিষ্ট্য (বাতাসের তাপমাত্রা ও বাতাসের মধ্যে জলিয়বাষ্পের পরিমাণ) পরিমাপ করে জানা যায় পৃথিবীর কোন স্থানের উপরে বিভিন্ন উচ্চতায় কোন ধরনের বৈশিষ্টের বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে।
উপরোক্ত ২ টি তথ্য বিশ্লেষণ করেই আবহাওয়া বিজ্ঞানীরা শীতকালে শৈত্য প্রবাহের পূর্বাভাষ করে থাকে। জেট স্ট্রিম এর অবস্থান দেখে আবহাওয়া বিজ্ঞানীরা কেমন করে শীতকালে শৈত্য প্রবাহের পূর্বাভাষ করে থাকে তা অন্য একটি পর্বে ব্যাখ্যা করবো।