দেখুনতো পার্থক্যটি ধরতে পারেন কি না? দুইটি ছবিই ঘূর্ণিঝড় এর। একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত করা ঘূর্ণিঝড় ইয়াস ও অন্যটি নিউজিল্যান্ডের পূব-উপকূলে প্রায় একই সময়ে সৃষ্ট অন্য একটি ঘূর্ণিঝড়।
উত্তর:
পৃথিবী প্রতি ২৪ ঘণ্টায় তার নিজ অক্ষের সপক্ষে একবার ঘুরে। পৃথিবীর সপক্ষে যখন কোন বস্তু নিজেও চলমান থাকে তখন সেই বস্তুর উপর কোরিওলিস বল নামক একপ্রকার আপাত বল কাজ করে। এই বলের কারণে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য বায়ু ঘড়ির কাটার বিপরতীদ দিকে ঘরে ও দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য বায়ু ঘড়ির কাটার দিকে ঘুরে।

About Post Author
মোস্তফা কামাল পলাশ
লেখাটির পাঠক সংখ্যা:: 16