মেয়েদের বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টে এমন অনেক কেমিক্যেল থাকে, যা থেকে মেয়েদের অটোইমিউন ডিজিজ বা সমস্যাগুলো হতে পারে অথবা সে জাতীয় ডিজর্ডার গুলোকে স্টিমুলেট করতে পারে । প্রায় ৮০ ধরনের অটোইমিউন ডিজিজ আছে । যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, টাইপ ওয়ান ডায়াবেটিস, রিউম্যাটিক ফিভার । মেয়েদের বেশি হয় এ ধরনের অটোইমিউন প্রব্লেমস ।
অটোইমিউন ডিজিজ হলো – যেখানে শরীরের ইমিউনিটি ভুল করে শরীরের নিজের কোষকে জীবাণু মনে করে আক্রমণ করে বসে । এসবের অনেক কারণ থাকে । তারমধ্যে অনেক ধরনের কেমিক্যাল এমন ভুল করে শরীর শরীরকে আক্রমণ করতে ট্রিগারিং করে । এই জন্যে মেয়েদের বিভিন্ন বিউটি প্রোডাক্ট – লিপিস্টিক থেকে লোশন, ক্রিম থেকে অয়েল, ক্লিনিং কেমিক্যাল থেকে সোপ, হেয়ার প্রোডাক্ট থেকে ত্বক ফর্সা করবার হাজার উপাদান, সব প্রোডাক্টের মধ্যে এমন এমন কেমিক্যাল আছে, যা শরীরের জন্যে ক্ষতিকর, রিকোগনাইজড গবেষণায় প্রমাণিত নয় ।
এ রকম বিউটি প্রোডাক্টের মধ্যে আশি হাজার ধরনের কেমিক্যাল ব্যবহার হয়, শরীরে তাদের উপর কেমন প্রভাব, যার সিংহভাগ সম্পর্কে বিজ্ঞানী এবং নির্মাতাদের কোন ধারনা নেই । বেশিরভাগই বাণিজ্যের নামে মেয়েদের কাছে চটকদার বিজ্ঞাপনের ভাষায় প্রচার করে বোকা নারীদের আরেক প্রস্ত বোকা বানিয়ে সারাদিন সেইসব কেমিক্যাল নিয়ে পড়ে থাকতে উৎসাহিত করে ।
মনে রাখবেন, ওয়ার্ল্ড বিউটি মার্কেটে বছরে টার্নওভার হয় গড়ে পাঁচশো বিলিয়ন ডলার ! মেয়েরা নিজেদের সাজানোর নামে শরীরে বিলিয়ন ডলারের বিষ মাখে ।
শুধু অটোইমিউন নয়, অনেক প্রোডাক্টে ক্যান্সারাস উপাদানও থাকে । বিভিন্ন ক্যানসারকে স্টিমুলেট থেকে বিভিন্ন ধরনের স্কিন প্রব্লেমস, প্রেগনেন্সি, এলার্জিক রিয়েকশন থেকে স্লো পয়জননীং অনেক সমস্যার তালিকা দেয়া যেতে পারে ।
বিউটি প্রোডাক্টে থাকা এমন dirty dozen কেমিক্যাল গুলোর মধ্যে – BHA, BHT, Coal tar, phenylenediamine, Dibutyl phthalate, Formaldehyde, প্রধান ।
তাহলে কি করবেন!
১ যত পারেন বিউটি প্রোডাক্ট কম ব্যবহার করুন ।
২ স্কিনের নিজের ন্যাচারাল বিউটি এন্ড প্রটেকটিভ পাওয়ারকে নষ্ট করবেন না ।
৩ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন । নিয়মিত শাওয়ার করবেন ।
৪ কারখানার কৃত্রিম ক্যেমিকেলের চেয়ে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি প্রোডাক্ট ব্যবহার করলে ভালো ।
৫ নিয়মিত ব্যায়াম, প্রচুর পানি পান, ভালো ব্যালান্সড ফুড খাবেন, সাত আট ঘণ্টা নিয়মিত ঘুমাবেন ।
৬ প্রকৃতি আপনাকে যে রঙ দিয়েছেন, প্রকৃতি আপনাকে যেমন করে সাজিয়েছেন, সেটাই আপনার সৌন্দর্য, সেটাতে সন্তুষ্ট থেকে শরীরকে রোগমুক্ত, জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর রাখতে চেষ্টা করুন ।
এটাই আপনার সৌন্দর্য্য, এতেই আপনি দেখতে সুন্দর দেখাবেন ।
© অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক । জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড । গ্রন্থ ৮ । উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, ভাইরাস ও শরীর ।