ঋতুস্রাব/Menstruation নিয়ে হাসাহাসির অভ্যাসটা ছেলেদের।
পিরিয়ড/Menstruation খুব স্বাভাবিক একটা ব্যাপার। একটা মেয়ে সুস্থ কিনা তা নির্ণয় করতে এটার ভূমিকা অনেক। পিরিয়ড আপনার মায়ের হয়, ভবিষ্যৎ স্ত্রীর হবে, আপনার বোনের হয়, আপনার মেয়ের ও হবে।
যেদিন আপনার বৌয়ের বা মেয়ের পিরিয়ড সংশ্লিষ্ট কোন রোগ( Menorrhagia, Menorrhalgia, Menometrorrhagia, Leucorrhea, Cryptomenorrhoea etc etc ) নিয়ে যখন হাসপাতালে ভর্তি হবেন তখন নিশ্চয়ই মজা করার মানসিকতায় থাকবেন না! প্রচণ্ড কষ্ট কাকে বলে বুঝবেন তখন।
ক্লাসে তলপেট আঁকড়ে ধরে যে লজ্জায় ব্যথায় মেয়েটা মুখ লাল করে বসে আছে ওর কষ্ট আমরা ছেলেরা কোনদিন বুঝব না।
ব্যপারটা সোজা করে বুঝিয়ে বলি, জন্মের সময় প্রায় ৩,৫০,০০০ ডিম্বানু থাকে মেয়েদের ডিম্বাশয়ে থেকে প্রতি মাসে ১ টা ডিম্বানু Mature হয় শুক্রানুর সাথে মিলে
নিষিক্ত হওয়ার জন্যে। সে হিসেবে একজন মেয়ের Reproductive Age (13-45) এ প্রায় ৪৫০ টা ডিম্বানু Mature হবার সুযোগ পায়। আর বাকি ডিম্বানুগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়।
পিরিয়ড যখন বন্ধ হয়ে তখন, যাকে মেডিকেলের ভাষায় আমরা বলি মেনোপজ। সোজা কথায়, সাধারনত ৪৫ বছর বয়সের পর মেয়েদের আর মাসিক হয় না।
যাই হোক প্রতিমাসে একটা করে ডিম(Ovum) একটা মেয়ের ডিম্বাশয় (যেখানে ডিম্বানু জমা থাকে, Ovary ) থেকে বের হয়ে জরায়ুতে( Uterus, যেখানে বাচ্চা
বেড়ে উঠে) অপেক্ষা করতে থাকে শুক্রাণুর জন্যে, কখন বেচারা আসবে।
শুক্রাণু যদি আসে তো ভাল, শুক্রাণু ডিম্বানু নিষিক্ত হয়ে জাইগোট (Zygote)তৈরি করে, যা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হয়। ডিম্বানু যদি নিষিক্ত হয় সে ক্ষেত্রে মাসিক বন্ধ থাকে।
কিন্তু যদি ডিম্বানু টি কোন শুক্রাণুর সাথে মিলিত হতে না পারে, তখনই ঘটে এই পিরিয়ড (Menstruation) নামক ঘটনার।
জরায়ু তে অবস্থান নেয়া ডিম্বানু টি তখন জরায়ুর ভিতরের লেয়ার (Endometrium) কে ছিড়ে ফেলে বের হয়ে যেতে থাকে।
আপনি চিন্তা করেন আপনার শরীরের একটা অংশ একজন ছুরি দিয়ে কেটে নিয়ে যাচ্ছে , ব্যাপারটা অনেকটা এরকম ই। মেয়েদের ক্ষেত্রে যেটা ন্যাচার্যালি হচ্ছে।
এর জন্যেই এত ব্যাথা হয় আর এর ই জন্যেই মাসিকের রক্তের সাথে জমাট বাধা রক্তের মত কিছু থাকে যা কিনা জরায়ুর ছিড়ে নিয়ে আসা অংশ।
( Endometrium, blood vessel- rich, glandular tissue layer, Decidua)
একবার ভাবুন তো, আপনার অণ্ডকোষ দুটো পেটের অংশ (Abdominal Organ) হলেও তা দেহের বাইরের দিকে থাকে, এটা নিয়ে মেয়েরা কোন ট্রল করেছে কখনো?
শুধু তাই না, স্পর্শকাতর অঙ্গ এটা, জীবনে কোনদিন দুর্ঘটনা বশতও যদি এখানে আঘাত পান, তো সেদিন বুঝবেন।
স্বাভাবিক একটা প্রক্রিয়াকে ট্রল বানাতে সত্যি বলতে ছেলেরাই দায়ী, আরো সত্যি কথা হলো, আমরা বাঙালী ছেলেরাই দায়ী।
কৃতজ্ঞতাঃ
Dr Himel Biswas
Covid ICU
Square Hospitals Ltd