এর নাম হলো আটলাস মথ (Atlas Moth)।
আটলাস মথ (Atlas Moth) পৃথিবীর বৃহত্তম পোকামাকড়গুলির মধ্যে একটি, যার ডানাগুলির দৈর্ঘ্য 27 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে। যা মানুষের হাতের তালুর চেয়েও প্রশস্ত। এবং এই প্রজাতির শুঁয়োপোকাগুলি 12 সেন্টিমিটার লম্বা হয়।
এটি এর সৌন্দর্য, ডানাগুলির প্রশস্ততার কারণেই বেশি বিখ্যাত।
তারা দিনের বেশিরভাগ সময় শক্তি সংরক্ষণের জন্য বিশ্রামে কাটান কেবল রাতে সঙ্গীর সন্ধানে বেরুবে বলে। এটলাস মথ এর শুঁয়োপোকা দারুচিনি, সাইট্রাস ফল, পেয়ারা এবং জামাইকান চেরি গাছ খায়।
আপনি ছবিটির দিকে তাকালে দেখবেন, মথটির ক্যান্টোনিজ নামক সাপের মাথার মতো দেখতে ডানাগুলির আকৃতি একটি মারাত্মক কোবরার মাথার মত দেখাচ্ছে। আর এই ডানার সাহায্যেই এরা মূলত তাদের জন্য ক্ষতিকর/বিপজ্জনক প্রানীদের ভয় পাইয়ে থাকে।
যখন কোনো শিকারী প্রানী এর সামনে পরে যায় তখনই এর ডানাগুলো নাড়তে থাকে আর ওই শিকারী প্রানী সেটাকে সাপ ভেবে পালিয়ে যায়।
এখান থেকে চরম একটা জিনিস উপলব্ধি করতে পারেন। সেটা হলো আল্লাহ পাক প্রতিটি জীবকে তার জীবন ধারনের জন্য প্রতিরক্ষা মূলক ব্যবস্থা দান করেছেন।
ঠিক এ করাণেই আপনি যখন একটি গরুর সামনে যান। গরু সিং দিয়ে গুঁতো দেয়, সাপ ছোবল দেয়, ইলেক্ট্রিড ফিস বিদ্যুৎ ছড়ায়, বাচ্চাওয়ালা মুরগী আগে ছিলো শান্ত কিন্তু বাচ্চা ফুটানোর পর সে বদমেজাজি ও তীব্র রাগী হয়ে যায়, আপনার দিকে ছুটে আসে।
এভাবে প্রতিটি জীবের দিকে তাকালে এমন কিছু প্রতিরক্ষা ব্যাবস্থা পাবেন যা সত্যিই বিষ্ময়ে হতবাক করে দেওয়ার মতো। কিন্তু আমাদের চোখে তা সাধারণ হয়ে গেছে, কারণ আমরা এর পেছনের কারণটা ভাবি না। ভাবি না কে দিলেন এদের এমন বুদ্ধিদীপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা!
একটু গভীরে ভাবে ভাবুন না! এই মথটার কথাই ভাবুন। কে তার ডানাকে করে দিলো এমন কোবরা সাপের আকৃতি? সে কি নিজে নিজেই এটা এঁকেছে? নাকি কোনো প্রকৌশলী নকশা করে দিয়েছে? আচ্ছা এটা তার শরীরে ফিট করার জন্য কতোক্ষানি জ্ঞানের দরকার!
কতোদিন কারুশিল্পের ট্রেনিং নেওয়া দরকার! কতো বড়ো ডিজাইনার হওয়া দরকার! ব্যাপারটা একটু ভেবে দেখুন তো! কেউ তো একজন আছেন, যিনি এর ডানায় এমন সাপের নকশা এঁকে দিয়েছেন। এমনি এমনি অঙ্কিত হয় নি। আর সে এটা এমনি এমনি জানেও নি তার ডানায় কোবরা সাপের মতো নকশা আঁকা আছে যা অন্য প্রাণীকে ভয় দেখাতে সক্ষম! কে তাকে জানালেন এই ব্যাপারটা? ভাবলেই আপনার মন থেকে অটোমেটিক বের হবে আল্লাহু আকবর!
সূত্রঃউইকিপিডিয়া