গণিতের জগতে ফিবোনাক্কি রাশিমালা কিংবা ক্রম একটি বিখ্যাত এবং পরিচিত সূত্র।
প্রকৃতি রহস্যময়। প্রকৃতির সব রহস্য সমাধান সম্ভবও নয় । প্রকৃতি এমন ভাবে তৈরি যেনো সব দিক দিয়েই সমীকরণ মিলে যাবে। ফিবোনাক্কি রাশিমালা বা ক্রম ও এমন কিছুই।
শুধুমাত্র গণিত নয় বরং প্রকৃতিরও অনেক জটিল রহস্যে উন্মোচন ঘটাতে সক্ষম বলে অনেকের ধারণা।
স্বয়ং ফিবোনাচ্চি রাশিমালার আবিষ্কারক ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত গণিতবিদ Leonardo Da Pisa (ডাকনাম Fibonacci) বলে গেছেন, “প্রকৃতির মূল রহস্য এ রাশিমালাতে আছে”।
ফিবোনা হল আসলে একটা সিম্পল সিরিজ নাম্বার। এ সিরিজটি শুরু হয় 0 থেকে এবং সিরিজের পরবর্তী সংখ্যা গুলো প্রতিটি তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল।
সুতরাং, ক্রমটি এরকম : 0,1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144 …….।
সংখ্যাগুলোর মধ্যেকার অনুপাত ( 1.618034 )
এই অনুপাতটিকে সোনালী সংখ্যা (Golden number) বা সোনালী অনুপাত (Golden ratio ) বলা হয়ে থাকে।
ফিবোনাক্কি ক্রমের গাণিতিক সমীকরণ: Xn + 2 = Xn + 1 + Xn
উচ্চ বিদ্যালয় এবং স্নাতক শ্রেণীর একটি প্রধান ভিত্তি এই সমীকরণ। একে বলা হয় “প্রকৃতির গোপনীয় কোড,” এবং “প্রকৃতির সর্বজনীন নিয়ম”।
বলা হয়ে থাকে যে ,গিজার গ্রেট পিরামিড থেকে আইকনিক সামুদ্রিক শামুক পর্যন্ত সমস্ত কিছুর মাত্রা পরিচালনা করে এই সমীকরণ।