অসংখ্য হাড়কাঁপানো হরর বা ভৌতিক মুভি তৈরি রয়েছে। সেগুলোর মধ্যে ভয়ংকর ‘স’, ‘হোস্টেল’, ‘এভিল ডেড’র মতো ছবিও রয়েছে। যা দেখলেই গা শিহরিত হয়ে উঠে।
কিন্তু সবগুলোকে টপকে হলিউডের নতুন একটি হরর মুভি তৈরি করা হয়েছে। যা দেখার আগে দর্শকদের ডাক্তারের কাছ ফিট সার্টিফিকেট নিতে হবে। ডাক্তার অনুমতি দিলে তবেই দেখার ভাগ্যে মিলবে এই মুভি।
‘দ্য সেভেনটিনথ ডোর ইন ট্রাস্টিন, ক্যালিফোর্নিয়া’ নামের সাইকো থ্রিলার ছবিটি ব্যপক সাড়া ফেলেছে। মুভিটির নির্মাতা জানিয়েছেন, এই ছবিতে এমন কিছু আছে যা কেউ কখনো দেখেনি।
তিনি আরো দাবি করেছেন, মুভিটি নাকি এতটাই ভয়, আর নৃশংসতায় ভরা যে, হলে মুভিটি দেখার আগে জমা দিতে হবে ডাক্তারি সার্টিফিকেট।
ফিট সার্টিফিকেট খতিয়ে দেখার পর তবেই ছাড়পত্র পাওয়া যাবে ছবিটি দেখার।
অনেকে দাবি করছেন, সম্পুর্ণ মুভিটি দেখার আগেই হল ছেড়ে চলে আসতে হচ্ছে। ছবির শুরুতেই দেখানো হচ্ছে, ‘ছবি দেখতে দেখতে আপনার কিছু হলে আমরা দায়ী নই’।
লিখাঃসাজিদ হক
