সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ই জুলাই ইউনাইটেড আরব এমিরেটস্ (UAE) তাদের প্রথম এবং আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে তাদের “হোপ” (Hope) বা “আল আমল” (Al Amal) মার্স প্রোব উৎক্ষেপণ করবে।
জাপানের তানেগাশিমা (Tanegashima) স্পেস সেন্টার থেকে জাপানের মিৎসুবিশি (Mitsubishi) হেভী ইন্ডাস্ট্রির “এইচ-২এ” (H-2A) ক্যারিয়ার রকেটের সাহায্যে “হোপ” (Hope) বা “আল আমল” (Al Amal) মার্স প্রোব উৎক্ষেপণ করা হবে।
University of Colorado Boulder, Arizona State University এবং University of California এর সগযোগীতায় Mohammed Bin Rashid Space Centre (MBRSC) এই “হোপ” (Hope) বা “আল অমল” (Al Amal) মার্স প্রোব তৈরি করেছে।
১৩৫০ কেজির এই মার্স প্রোব চওড়ায় ২.৩৭ মিটার এবং দৈর্ঘ্যে ২.৯০ মিটার। ১.৫ মিটার ব্যাসের একটি হাই গেইন অ্যান্টেনা আছে কমিউনিকেশনের জন্য। ২ টি সোলার প্যানেল।
প্রত্যেকটা ৯০০ ওয়াট করে শক্তিপ্রদান করবে। ভেলোসিটি ম্যানেজমেন্টের জন্য ৬ টি ১২০ নিউটনের থ্রাস্টার আছে এবং ৮ টি ৫ নিউটনের রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম থ্রাস্টার আছে।
এছাড়া আছে স্টার ট্রাকার যেটা প্রোবকে নিজের সঠিক অবস্থান জানতে সাহায্য করবে এবং আছে রিঅ্যাকশন হুইল যার সাহায্যে অ্যান্টেনা এবং অন্যান্য ইন্সট্রুমেন্টগুলিকে প্রয়োজন মতো নির্দিস্ট দিকে পয়েন্ট করে রাখতে পারবে।
“হোপ” (Hope) মার্স প্রোব মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল এবং আবহাওয়া, প্রতিদিন এবং মৌসুমী (seasonal) আবহাওয়ার চক্র এবং বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তিত হয় কীভাবে তা অধ্যয়ন করবে।
“হোপ” (Hope) থেকে যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে তা আমাদের মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে মূল প্রশ্নের জবাব দিতে সহায়তা করবে, যেমন গ্যাসীয় হাইড্রোজেন এবং অক্সিজেন কেন মহাকাশে হারিয়ে যাচ্ছে।
জুলাইয়ে উৎক্ষেপণ করা হলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে পৌছবে মঙ্গলের কক্ষপথে। কক্ষপথে পৌছে ২ বছর ধরে মঙ্গলের বায়ুমন্ডলের অধ্যয়ন করবে।
“হোপ” (Hope) মার্স প্রোব মঙ্গলের বায়ুমণ্ডলের একটা সম্পূর্ণ ছবি প্রদান করবে। যার জন্য তিনটি স্টেট অফ দ্য আর্ট ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে।
🔹এমিরেটস এক্সপ্লোরেশন ইমেজার (Emirates eXploration Imager বা EXI) : University of Colorado Boulder এর Laboratory for Atmospheric and Space Physics রিসার্চ অর্গানাইজেশন এর সহযোগিতায় Mohammed bin Rashid Space Centre এই EXI তৈরি করেছে।
▪️দৃশ্যমান এবং অতিবেগুনী ব্যান্ডগুলিতে মঙ্গল গ্রহের নিম্ন বায়ুমণ্ডল অধ্যয়ন করবে।
▪️মঙ্গলগ্রহের হাই-রেজোলিউশন ছবি ক্যাপচার করবে।
▪️বায়ুমণ্ডলে জলের বরফের (water ice) অপটিকাল ডেপ্থ বা গভীরতা পরিমাপ করবে।
▪️ওজোন কলামের প্রাচুর্য পরিমাপ করবে ।
▪️বায়ুমণ্ডলের সময় মঙ্গল গ্রহের দৃশ্যমান চিত্র সরবরাহ করবে।
🔹এমিরেটস্ মার্স ইনফ্রারেড স্পেকট্রোমিটার (Emirates Mars Infrared Spectrometer বা EMIRS) : Arizona State University এর সহযোগিতায় Mohammed bin Rashid Space Centre এই EMIRS তৈরী করেছে ।
▪️ইনফ্রারেড ব্যান্ডে মঙ্গলগ্রহের নিম্ন বায়ুমণ্ডল (lower atmosphere) অধ্যয়ন করবে।
▪️ধূলিকণা, বরফের মেঘ (ice clouds), জলীয় বাষ্প এবং টেম্পারেচার প্রোফাইলগুলির গ্লোবাল ডিস্ট্রিবিউশন পরিমাপ করবে।
▪️EMUS এবং EXI পর্যবেক্ষণের সাথে একত্রে নিম্ন থেকে উপরের বায়ুমণ্ডলের লিঙ্কেজগুলি সরবরাহ করবে।
🔹এমিরেটস্ মার্স আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার (Emirates Mars Ultraviolet Spectrometer বা EMUS) : University of Colorado Boulder এর Laboratory for Atmospheric and Space Physics রিসার্চ অর্গানাইজেশন এর সহযোগিতায় এই EMUS তৈরি করা হয়েছে।
▪️অতিবেগুনী (Ultraviolet) তরঙ্গদৈর্ঘ্য সনাক্ত করবে।
▪️উপ-মৌসুমী (sub seasonal) টাইমস্কেলে থার্মোস্ফিয়ারে কার্বন মনোক্সাইড এবং অক্সিজেনের প্রাচুর্য এবং পরিবর্তনশীলতা নির্ধারণ করবে।
▪️এক্সোস্ফিয়ারে অক্সিজেন এবং হাইড্রোজেনের ভ্যারাইবিলিটি এবং ত্রি-মাত্রিক কাঠামো বা স্ট্রাকচার ক্যালকুলেট করবে।
▪️থার্মোস্ফিয়ারে তুলনামূলক পরিবর্তনগুলি পরিমাপ করবে।
আপনারা চাইলে সরাসরি দেখতে পাবেন। কোথায় দেখা তা পরে জানিয়ে দেওয়া হবে। খারাপ আবহাওয়া বা অন্যান্য ত্রুটির জন্য উৎক্ষেপণ তারিখ পরিবর্তন হতেই পারে।
Source : https://en.wikipedia.org/wiki/Emirates_Mars_Mission
https://www.emiratesmarsmission.ae/
https://www.emiratesmarsmission.ae/hope-probe/instruments
©SATHORD
(নিচের ছবিটি “হোপ” মার্স প্রোবের)