করোনা ভাইরাস মহামারী এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের প্রভাবের কারণে, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাশুন্যে প্রেরন করার জন্য নতুন তারিখ ৩১শে অক্টোবর ২০২১ নির্ধারন করা হয়েছে।
এই বিশালাকার ও সর্বাধুনিক টেলিস্কোপটি মহাশুন্যে স্থাপিত হয়ে গেলে, এটি আমাদের সৌরজগতে রহস্য বের করতে এবং অন্যান্য তারাগুলির কাছাকাছি দূরবর্তী জগতের রহস্য উদঘাটনে সহায়তা করবে।
মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান আগ্রহীদের জন্য এটি একটি দুঃসংবাদ বটে। এই টেলিস্কোপটি মহাশুন্যে প্রেরণের তারিখ ইতিমধ্যে বহুবার পরিবর্তন করা হয়েছে।
সর্বশেষ তারিখ ছিলো মার্চ ২০২১ যা এখন অক্টোবর ২০২১ এ পরিবর্তিত হয়েছে।
আমরা সকলেই অধীর আগ্রহে এই টেলিস্কোপ মহাশুন্যে প্রেরনের অপেক্ষায় আছি। সেই অপেক্ষাটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
এই টেলিস্কোপের মাধ্যমে চমকপ্রদ কিছু হবে এমন আশায় আমরা অপেক্ষা করছি…!! দেখা যাক কি হয়..!!
তথ্যসূত্রঃ NASA News
Share
লেখাটির পাঠক সংখ্যা:: 160