কিছুদিন আগে ভারত-চীন স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে ভারত তাদের দেশে প্রায় ৮৯ টি অ্যাপ বন্ধের ঘোষনা দিলে সবচেয়ে বিপাকে পরে যায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টিকটক। তখন ভারতে জনপ্রিয় উঠতে শুরু করে ভারতের রোপোসো অ্যাপ। যা টিকটকের মতো সেবা দিয়ে থাকে যদিও জনপ্রিয় নয়।
এবার চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে বিপাকে পড়ায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিডিও শেয়ারিং সাইট টিকটককে সে ধাক্কা সামলাতে হচ্ছে। এ সুযোগটাই নিয়ে মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক শিগগিরই বাজারে টিকটকের প্রতিদ্বন্দ্বী ফেসবুক ‘ইনস্টাগ্রাম রিলস’ আনতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ ১২টিরও বেশি দেশে ‘ইনস্টাগ্রাম রিলস’ আগামী সপ্তাহে চালু করতে যাচ্ছে ফেসবুক।
মিউজিক বা গান যুক্ত করে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে রিলসে যুক্ত করতে পারবেন ব্যবহারকারী।
টিকটকের প্রতিদ্বন্দ্বী তৈরির চেষ্টা এর আগেও করেছিলো জুকারবার্গ প্রশাসন। কিন্তু তারা সফল হয়নি। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ল্যাসো নামের একটি অ্যাপ চালু করেছিল ফেসবুক।
টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ল্যাসো চালু করা হলেও এটি কখনোই টিকটক আধিপত্যে আঁচড় কাটতে পারেনি।
ইমেজ সোর্স:- প্রথম আলো