“বাংলায় বিজ্ঞানচর্চা’য় লিখতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লেখা জমা দেওয়ার পূর্বে কিছু জরুরি তথ্য জেনে নিন।
*বিজ্ঞান নিয়ে যেকোনো ধরণের আর্টিকেল বা ঘটনার বিশ্লেষণ লিখে আমাদের সাইটে প্রকাশ করতে পারবেন।
*বিজ্ঞানের (ব্যাপক অর্থে – গণিত ইত্যাদি সহ) কোন ধারণা বা concept-এর সহজ এবং অভিনব ব্যাখ্যা। যা সহজে পাঠ্য পুস্তকে পাওয়া যায় না অথবা অধিকাংশ পাঠ্যপুস্তকে ভালভাবে বর্ণনা করা থাকে না।
*কোন উল্লেখযোগ্য বিজ্ঞানীর জীবনের কিছু ঘটনা, যা পড়ে তাঁর গবেষণা ও তার পরিপ্রেক্ষিত সম্বন্ধে কিছু জানতে পারি। উইকিপিডিয়ার রচনামূলক ধাঁচের বদলে, কোন বিজ্ঞানীর বৈজ্ঞানিক অবদান এবং সেই আবিষ্কারের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত লেখাগুলো সাধারণত সুপাঠ্য ও আকর্ষণীয় হয়।
*কোন গবেষণার বিষয়ের বর্ণনা যা পাঠককে সেই বিষয়ে আরো জানতে অনুপ্রাণিত করবে। এক্ষেত্রে খুব বেশী টেকনিক্যাল টার্ম না ব্যবহার করা বিধেয়।
নিজে কর – সহজে বাড়িতে বা স্কুলে তৈরী করা যেতে পারে বা পরীক্ষা করে দেখা যেতে পারে এমন কোন বিষয়!
*বিজ্ঞানের কোন বিশেষ সমস্যা, যা বহুদিন ধরে বিজ্ঞানীদের ভাবাচ্ছে/ভাবিয়েছে তার বর্ণনা।
বিজ্ঞানের খবর বা বিজ্ঞানের কোন বিষয় যা বর্তমানে বিশেষভাবে প্রাসঙ্গিক, যেমন জলবায়ুর পরিবর্তন ইত্যাদি। এইধরণের বিষয়ে নতুন কোন আবিষ্কার বা নতুন দৃষ্টিভঙ্গী ইত্যাদি কাম্য। কেবল মাত্র সমস্যার সাধারণ বর্ণনা যা উইকিপিডিয়ায় পাওয়া যাবে তা নয়।
*বিজ্ঞান বা অঙ্কের মজার ধাঁধা।
*কোনো ধরণের কপি-পেস্ট গ্রহণযোগ্য নয়।
*লেখার সর্বোচ্চ শব্দসীমা নেই, তবে অন্তত ৩০০ শব্দের হতে হবে।
*তথ্যসূত্রের ব্যাপারে সতর্ক হতে হবে। অবশ্যই লেখার ভেতর প্রয়োজনীয় হাইপারলিংক করতে হবে। নাহলে লেখা এপ্রুভড হবে না।
*উইকিপিডিয়াকে রেফারেন্স হিসেবে দেখানো যাবে না।
*সফলভাবে লেখা জমা দেয়ার পরে আমাদের এডিটোরিয়াল টিম আপনার লেখাটি রিভিউ করবে। ইমেইলের মাধ্যমে সর্বশেষ আপডেট জানানো হবে।
*যদি এডিটোরিয়াল টিম লেখা প্রকাশযোগ্য মনে করে, তাহলে লেখা জমা দেওয়ার ১ থেকে২ কর্মদিবসের মধ্যে সেটি প্রকাশিত হবে।
*আপনার লেখা প্রকাশিত হলেও এর জন্য কোনো সম্মানী পাবেন না। তবে লেখাটি আপনার নাম-ছবিসহ প্রকাশ করা হবে।
Have an account?
Log in or sign up! It’s fast & free!
Register for this site!
Sign up now for the good stuff.
Lose something?
Enter your username or email to reset your password.