ছবিটা ১৯২৭ সালের সোলভেই কনফারেন্সের। ছবিতে যে ২৯ জন বিজ্ঞানীকে দেখা যাচ্ছে, তারা সবাই এক প্রজন্মের বিজ্ঞানী। এই ২৯ জনের ১৭ জনই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাদের প্রত্যেকের বিগ আইডিয়া ছিলো। ইমপ্যাক্টফুল ওয়ার্কস ছিলো। আমি লক্ষ করেছি, এই জেনারেশনের মৃত্যুর পর পৃথিবীতে অস্বাভাবিক মাত্রায় বিজ্ঞানের বাণিজ্যিকীকরণ ঘটেছে। এ বাণিজ্যিকীকরণের ফলে বিগ […]