মিডিয়ায় গ্লোবের ভ্যাক্সিন নিয়ে অতিরঞ্জন নতুন নয়। বিজ্ঞান সাংবাদিকের ঘাটতিতে অনেকসময় ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন আমরা দেখতে পাই। কয়েকদিন আগেই গ্লোবের ভ্যাক্সিন পিয়ার রিভিউড জার্নালে এপ্রুভ হয়েছিলো বলে হইচই হয়েছিলো। অথচ ব্যাপারটা ছিলো, তাদের গবেষণাপত্র একটি প্রি প্রিন্টেড আর্কাইভে সংরক্ষণ করা হয়েছিলো। নিজেদের গবেষণার কাজ একটা জায়গায় রেখে দেয়া, […]