SpaceX এর নতুন সফলতা
ফ্যালকন ৯ এর যে protective Cover থাকে যা কোনো পেলোড কে সেভ করে, সেটাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে এবং সেটা সমুদ্রে থাকা জাহাজ দ্বারা রিকাভার করা হবে।
যদিও তারা এই চেষ্টা ২০১৬ থেকে করে আসছিল “GO Searcher” নামক জাহাজ দিয়ে।
এবং এই প্রটেকটিভ কাভার এর দাম প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার।
এই টেস্ট এ স্পেস এক্স এখন প্রায় সক্ষম যা spacex এর CEO ইলোন মাস্ক টুইট করে জানান ২০ জুলাই ।
এর মাধম্যে প্রোটেকটিভ কাভার টি মহা শূন্য থেকে নেমে আসার সময় প্যারাসুট খুলে যাবে এবং প্যারাসুট খোলার পর দুটি জাহাজ তাদের গতিপথ অনুযায়ী প্রোটেকটিভ কাভার দুটিকে রিকভার করবে আবার।
তাদের রিকাভারি জাহাজ ২ টির নাম
Ms. Tree এবং
Ms. Chief
![siam islam](https://science.engineersdiarybd.com/wp-content/uploads/ultimatemember/5/profile_photo-190x190.jpg?1736736844)
লেখাটির পাঠক সংখ্যা:: 178