২০১৯ সাল শেষের পথে। এ বছর স্মার্টফোন বিক্রিতে এগিয়ে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় অ্যাপলের তৈরি দুটি মডেলের আইফোন জায়গা করে নিয়েছে।বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে আইফোন এক্সআর মডেলটি।
বাজারের ৩ শতাংশ এ স্মার্টফোনটির দখলে। এর বাইরে স্যামসাং, অপো, শাওমির মতো প্রতিষ্ঠানের স্মার্টফোনও বিক্রির দিক থেকে সেরা ১০ স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে। দেখে নিন সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোনঃঃ
১.আইফোন এক্স আরঃ
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সাশ্রয়ী মডেলের আইফোন হিসেবে এক্সআর মডেলটি বাজারে আনে অ্যাপল। শুরুতে এ ফোনটি খুব বেশি সাড়া ফেলেনি। পর কিছুটা দাম কমানো হলে দ্রুত ফোনটির বিক্রি বাড়তে থাকে। টানা চার প্রান্তিকজুড়ে অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় এক্সআর জায়গা করে নিয়েছে।
iPhone XR
২.স্যামসাং এ ১০ঃ
স্যামসাং এ১০ : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং বাজারে আনে সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন এ১০। ৬ দশমিক ২০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, এক্সিনোস ৭৮৮৪ প্রসেসর ও ২ জিবি র্যামের ফোনটি সবচেয়ে বিক্রি হওয়া ফোনের তালিকায় দ্বিতীয়।
Galaxy A10
৩.স্যামসাং গ্যালাক্সি এ ৫০ঃ
স্যামসাং গ্যালাক্সি এ ৫০ : সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের ৩ নম্বরে থাকা স্মার্টফোনটিও স্যামসাংয়ের তৈরি। স্যামসাংয়ের তিন ক্যামেরাযুক্ত স্মার্টফোন গ্যালাক্সি এ ৫০ মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে গ্রাহকের নজর কাড়ে।
Galaxy A50
৪.অপো এ ৯ঃ
সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় এবারে অপোর তিনটি মডেলে জায়গা করে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এ৯ মডেলের স্মার্টফোনটি। মিডরেঞ্জের এ স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও সাড়ে ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে।
Oppo A9
৫.আইফোন ১১ঃ
এ বছরের নতুন আইফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১১ মডেলটি। বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৫ নম্বরে রয়েছে আইফোনের নতুন এ মডেলটি।
iPhone 11
৬.অপো এ৫ঃঃ
এ বছরসবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় অপোর দ্বিতীয় স্মার্টফোনটি হচ্ছে এ৫ এস। চীনা স্মার্টফোন নির্মাতার এন্ট্রি লেভেলের ফোনটি ক্রেতাদের মধ্যে এ বছর বেশ সাড়া ফেলে।
Oppo A5
৭.স্যামসাং গ্যালাক্সি এ ২০ :
২০১৯ সালে ক্রেতারা স্যামসাং ব্র্যান্ডের যেসব স্মার্টফোন কিনেছেন তার মধ্যে তৃতীয় জনপ্রিয় ফোন এ২০ মডেলটি। বাজেট ডিভাইস হিসেবে গ্রাহকের আগ্রহের কেন্দ্রে ছিল নতুন এ স্মার্টফোন।
Galaxy A20
৮.অপো এ৫ এসঃ
এ বছর অপোর স্মার্টফোনগুলো ক্রেতাদের বেশ আকর্ষণ করেছে। অপো এ৫ মডেলটিও তাই সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় ঢুকে গেছে। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপের ফোনটিকে ক্যামেরা বৈশিষ্ট্যের কারণে ক্রেতারা পছন্দ করেছেন।
Oppo A5s
৯.রেডমি ৭ এ :
সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমির একটি মডেলের স্মার্টফোন জায়গা করে নিতে পেরেছে। চীনা প্রতিষ্ঠানটির তৈরি এন্ট্রি লেভেলে স্মার্টফোন রেডমি ৭এ মডেলটিকে গ্রাহকেরা এ বছর পছন্দের দিক থেকে এগিয়ে রেখেছেন।
Redmi 7a
 ১০.হুয়াওয়ে পি ৩০ :
স্মার্টফোন বিক্রির দিক থেকে হুয়াওয়ে এ বছর স্যামসাংকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি। এ বছরের মার্চে বাজারে আসা হুয়াওয়ে পি৩০ সিরিজের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে।