সামাজিক মাধ্যম হিসেবে আমরা সাধারণ ফেসবুককেই বুঝি।
তাই প্রথমেই জেনে নিই বৈশ্বিক অবস্থানে ফেসবুকের কী অবস্থা।
গত বছর নভেম্বর – ডিসেম্বর এ পর্যন্ত ফেইবুক ছিল সাইবার ওয়ার্ল্ড এ ২য় সবচেয়ে বেশি লোড হওয়া ওয়েবসাইট। কিন্তু তারপর খেলা পরিবর্তন হয়ে গেছে!
এখন ওয়ার্ল্ডওয়াইড ফেইসবুকের অবস্থান তৃতীয় , এমনকি আমাজন ও ফেইবুক কে টপকে ফেলেছে যদি শুধু USA এর স্ট্যাটিস্টিক্স দেখি।
দেখা যাক সাইট গুলোর Worldwide statistics
১. কোনো সন্দেহ ছাড়া এই জায়গায় আছে সব সার্চিং ইঞ্জিন এর বাবা Google.Com .
২. ২য় অবস্থানে রয়েছে গুগল এর ই আরেক ভাই YouTube.com. আর হ্যা এটাই পৃথিবীর ২য় বৃহৎ সার্চিং ইঞ্জিন। আর সব মিলিয়েও ইউটিউব এর সমান সার্চ কালেক্ট করতে পারে না অন্যান্য সব সার্চিং ইঞ্জিন গুলো মিলিয়েও।
৩. তৃতীয় তে রয়েছে ফেইসবুক (facebook)। ফেইসবুক হয়তো ট্রেন মিস করে ফেলেছে।
তবে গত সপ্তাহে স্ট্রিমিং সাইট মিক্সার কিনে নিয়েছে ফেইসবুক হয়তো তারা ম্যাসেঞ্জার এর মত ফেইবুক ভিডিও প্লাটফর্ম কেও আলাদা করে দিতে পারে৷ (করেও ফেলেছে! Facebook Gaming), তবে মনে হচ্ছে দেরি হয়তো হয়ে গেল।
৪. চতুর্থ নম্বর এ রয়েছে টুইটার।
৫.পঞ্চম এ ফেইসবুকের ইন্সটাগ্রাম।
৬. ষষ্ঠ অবস্থানে এ রয়েছে বাইদু (Baidu.com) মানে চায়নিজ গুগল। বাধ্যতামূলক ব্যবহার এর পর তারা চতুর্থ .
৭. সপ্তম এ রয়েছে অলাভজনক প্রতিষ্ঠান উইকিপিডিয়া(Wikimedia.Com)।
৮,৯,আর ১০ এ রয়েছে.৩ টি পর্ণ সাইট
আর ১১ তে ইয়াহু (Yahoo.com) 🙄😒😒