মিরসরাই ইকোনমিক জোনে ১০০ একর জমির উপর তাদের কারখানায় আগামী ২০২০-২১ সাল নাগাদ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে। এই প্ল্যান্টে গাড়ির ৬০% (চেসিস, ব্যাটারি, সফটওয়্যার ইত্যাদি) যন্ত্রাংশ উৎপাদন হবে। BAIL এর বানানো ইভি গুলোর দাম হতে পারে:-
•সেডানঃ ১২-১৫ লাখ টাকা।
•এসইউভিঃ ২০ লাখ টাকা।
•হ্যাচব্যাকঃ ৮ লাখ টাকার নিচে।
•এছাড়াও তারা মোটরসাইকেল ও বানাবে ।যারদাম ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
এই গাড়িগুলো একবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে এবং প্রতি কিলোমিটার যেতে খরচ হবে ২ টাকার মতো।
গাড়িগুলো ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে ২০ মিনিট চার্জ দিলেই চলবে বলে জানিয়েছে তারা; এই লক্ষে বিভিন্ন হাইওয়েতে পাওয়ার স্টেশনও বানাবে তারা।

এবং এই ব্যাটারিগুলো ১০ বছর পর্যন্ত সক্ষম থাকবে বলে জানিয়েছে তারা।
শুরুতে তারা ২০০ মিলিয়ন ডলার নিয়ে নামার ঘোষণা দিয়েছে।।
@ carhub bd।|©sabbir ahmed shanto
Share
