আজ ৭ অক্টোবর কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম প্রধান স্থপতি নীলস বোরের জন্মদিন।
আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়েছে বোরের কোয়ান্টাম তত্ত্বের উপর। পরমাণুর ভেতর ইলেকট্রনগুলি কীভাবে থাকে এবং কাজ করে তার সবচেয়ে সার্থক মডেল যিনি দিয়েছেন – তিনি ডেনমার্কের তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী নীলস বোর।
১৮৮৫ সালের ৭ অক্টোবর কোপেনহেগেনে তাঁর জন্ম। ১৯০৬ সালে ডেনিস অ্যাকাডেমি অব সায়েন্সের গোল্ড মেডেলে পেয়েছিলেন পানির সারফেস টেনশানের উপর গবেষণাপত্র লিখে।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ১৯০৭ সালে, ১৯০৯ সালে স্নাতকোত্তর এবং ১৯১১ সালে পিএইচডি।
এরপর পোস্টডক্টরাল রিসার্চ করেছেন ইলেকট্রনের আবিষ্কারক জে জে থমসনের সাথে, এক বছর পর আর্নেস্ট রাদারফোর্ডের সাথে।
রাদারফোর্ড যখন পরমাণুর নিউক্লিয়াস এবং প্রোটন আবিষ্কার করেন, তখন বোর তাঁর সাথে গবেষণা করছিলেন। এর কয়েক বছরের মধ্যেই নীলস বোর পরমাণুর কোয়ান্টাম মডেল দাঁড় করিয়েছিলেন।
১৯২২ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান। তারপর দীর্ঘদিন আইনস্টাইনের সাথে তাঁর বৈজ্ঞানিক আলোচনা (তর্ক) চলে কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন বিষয় নিয়ে।
কোয়ান্টাম এনটেঙ্গেলমেন্ট – যার জন্য ২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী, সেই এনটেঙ্গেলমেন্ট মানতে পারছিলেন না আইনস্টাইন।

নীলস বোর আইনস্টাইনের প্রত্যেকটি যুক্তিই খন্ডন করেছিলেন। নিউক্লিয়ার ফিশানের প্রথম গাণিতিক হিসেব করেছিলেন নীলস বোর ১৯৩৯ সালে। হিটলারের কারণে নীলস বোরকেও ইউরোপ ছেড়ে চলে যেতে হয়েছিল আমেরিকায়।

যুদ্ধের পরে অবশ্য তিনি ডেনমার্কেই ফিরে এসেছিলেন। নীলস বোর ছিলেন ইওরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ – সার্ন এর প্রতিষ্ঠাতা বিজ্ঞানী।
১৯৬২ সালে ১৮ নভেম্বর, কোপেনহেগেনে তিনি মারা যান।
লেখকঃ প্রদীপ দেব
আরো পড়ুন এবারের পদার্থে নোবেল কোয়ান্টাম এন্ট্যাঙলমেন্টের উপর