ইরানের উপর ১৪ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই করোনাতেও যখন পুরো বিশ্বের অবস্থা উলটপালট, তখনো একমাত্র আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান বাইরে থেকে চিকিৎসা সামগ্রী, ভাইরাসের প্রতিষেধক আমদানি করতে পারছে না।
চীন-রাশিয়া-তুর্কি বলয়ে থাকার পরেও নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় নেই।
কিন্তু ধীরে ধীরে ইরান সকল প্রতিকূলতা কাটিয়ে সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে।
আগামী দুই দিনের মধ্যে তারা তাদের আবিষ্কৃত ভ্যাক্সিন মানব দেহে ট্রায়াল শুরু করবে।
ইরানের চিকিৎসা বিজ্ঞানীরাও পুরোপুরিভাবে বিশ্বাস করছে তাদের আবিষ্কৃত ভ্যাক্সিন সফলভাবে কাজ করবে।
তারা জানিয়েছে, আগামী ৪০ দিনের মধ্যে তারা ১৫ লক্ষ ডোজ ভ্যাক্সিন তৈরি করবে। তারপর পরবর্তী ছয় মাসের প্রতি মাসে ১.২ কোটি ডোজ করে ভ্যাক্সিন উৎপন্ন করবে।
ভ্যাক্সিন নিয়ে ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তারা পুরো বিশ্বকে দেখয়ে দিবে তাদের তৈরি ভ্যাক্সিন অন্যান্য দেশের তুলনায় অধিক কার্যকরী হবে।
সূত্রঃ