করোনা ভাইরাসের সর্বশেষ নতুন ভেরিয়েন্টটির নাম ওমিক্রন কেন ।
এ পর্যন্ত আসলে বারোটি ভেরিয়েন্টের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, তার চারটি প্রধান : আলফা বেটা, গামা, ডেল্টা । বাকি কম ছড়ানোগুলো হলো : এপসিলন, ইটা, আয়টা, কাপ্পা, মু, জেটা ।
বারোতম আলফাবেট অনুযায়ী সর্বশেষ ভেরিয়েন্টির নাম রাখা হয়েছিল Mu মু । তেরোতম আলফাবেট ছিল Nu । নু দিয়ে নিউ বা নতুন বুঝায় বলে কনফিউশান তৈরী করতে পারে । তাই নতুন ভেরিয়েন্টির নাম নু বাদ দেয়া হলো ।
গ্রীক চোদ্দোতম আলফাবেট Xi । কিন্তু এটি দেখতে আবার চীনের প্রেসিডেন্ট Xi Jinping নামের সাথে মিলে বিতর্ক তৈরী করতে পারে ।
তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিদ্ধান্ত নিলো পনেরোতম গ্রীক আলফাবেট অনুযায়ী নতুন ভেরিয়েন্ট B.1.1.529 এর নাম করা হবে । নাম দেয়া হলো : Omicron । গ্রীক পনেরোতম আলফাবেট όμικρον যা উচ্চারণে Omicron এবং সংক্ষেপে O লেখা হয় । তাই নতুন ভেরিয়েন্টির নাম দেয়া হলো Omicron
Share
