কিছু পড়ে যদি লাভবান না হোন, সেই পড়াটা বৃথা । হোক সেটা কিছুক্ষণের আনন্দ । আনন্দটাও লাভের খাতা ।
কিন্তু সোশ্যাল মিডিয়া হলো উদ্দেশ্যহীন কথার ভেলা । এখানে নিউজফিড মানে অবর্জনার মেলা । যদিও লোকে ভাবে বেশি বেশি পড়ে অনেক কিছু জানছে । এটি ভুল । কারণ, ভুল জিনিস জানার চাইতে অজ্ঞতা ভালো । ভুল বার বার জানলে নিজের সঠিকটিও সময়ে বিদ্রুপ করে । ভুলে যায় বোধ বুদ্ধির জায়গায় নিজের অবস্থান । প্রতি মুহূর্তে নিজের অজান্তে গড়ে ওঠা ভ্রান্তির পাহাড় ।
ভুল জানলে সঠিক আসতে দ্বিগুন জীবন যায় । একবার ভুলটি ভুলতে, আরেকবার সঠিকটি তুলতে ।
কিন্তু কি করে ফেসবুকে বাছাই করবেন আপনার ভালো লাগার লেখা !
১ সামনে যা আসবে, তা পড়ার চেয়ে নিজের ভেতর সিলেকটিভ কিছু বিষয় রাখুন । এলোমেলো অনেক কিছু পড়ার চেয়ে ভালো লাগা একই বিষয়ের উপর বিভিন্ন কিছু পড়ুন । যা জানতে ভালো লাগে সেই জানায় নিজেকে বিনিয়োগ করুন । সময়ে দেখবেন চিন্তার বাণিজ্যে ভালো মুনাফা নিয়ে ফিরেছেন ।
২ নিজের ভালো লাগা কয়েকজন লেখকের একটি তালিকা করুন । একজন ভালো লেখকের লেখার মধ্যে দিয়ে হাঁটা মানে তার ভেতরে ভ্রমণ করা । সে সব লেখকের বিভিন্ন লেখা বা বইয়ের আলোচনা খুঁজুন ।
৩ পড়তে গিয়ে যাদের লেখা বিরক্তিকর মনে হবে, তিনি যতই পপুলার হোক, আপনার জন্যে তিনি অপ্রয়োজনীয় । ছুঁড়ে ফেলে দিন লিস্ট থেকে তাকে । হোক তিনি সেলিব্রিটি আমসত্ত্ব । প্রয়োজনীয় জিনিস বাছাই করার উপায় হলো অপ্রয়োজনীয়কে ছাঁটাই করতে শেখা ।
৪ বেশি লাইক দেখলে ভাববেন না এটি ভালো লেখা । গভীর লেখা অল্প জনে বুঝে, আমজনতা সবসময় যা অগভীর, তার পিছে বেশি ছুটে ।
৫ নিউজফিড হলো সকালের পেপারের মতো । পেপারটি চোখ বুলানো, কিন্তু একটি দুটি বিষয়ে মনোযোগ দেয়া ।
৬ নিউজফিডের সেটিংসে গিয়ে ডিফল্ট অপশন চেঞ্জ করে নিজের পছন্দের অপশনটি ঠিক করুন ।
৭ নিউজ ফিডে প্রায়োরিটি লিস্ট ঠিক করুন, কাদের লেখা শুরুতেই দেখবেন । ফেসবুক তাদের লেখা সবার উপরে রাখবে । ওগুলোতে চোখ বুলানো হয়ে গেলে বাকি আবর্জনা পড়ে বিরক্ত হওয়ার মতো বোকামি আর নেই ।
৮ টপ নিউজ না দেখে রিসেন্ট নিউজফিড দেখবেন । সেটিংসে সেটি ঠিক করে নিতে পারেন । একই জিনিসে বার বার চোখ পড়ার চেয়ে ফ্রেশ কিছু বিষয় পড়লে এর পরে আর আবর্জনা গিলতে ইচ্ছা হয় না ।
© অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক । জন্ম বাংলাদেশ, বসবাস ইংল্যান্ড । গ্রন্থ ৮ । উল্লেখযোগ্য বই : অনুকথা, জীবন গদ্য, ভাইরাস ও শরীর ।