শরীরের অনেক জায়গায় চুল আছে । আসলে আমাদের সারা শরীরেই চুল আছে । কিন্তু কিছু চুল দেখতে কালো বেশি, পুরু এবং ঘন বলে চোখে পড়ে । হাতে, মুখে, পিঠে, পায়ে সবখানেই আমাদের লোম বা চুল আছে । কিন্তু সেগুলো পাতলা, ছোট, ধূসর রঙের এবং ঘন নয় বলে চোখে পড়ে না । উপরে নিচে অনেক জায়গাতেই এমন ঘন জঙ্গল নিয়ে কথা না বলে আজ বলবো Eyebrow নিয়ে ।
চোখের উপরে এমন চুল কেনো । সে পুরুষ হোক আর নারী হোক চোখের উপরে কপালের এই অংশে ভ্রু কেনো ।
সকালে সেইভ করতে করতে চোখের উপরে চোখ পড়লো । একটা চোখ টিপ দিয়ে বললাম – ইস ! তোমার আইব্রু বুশি হয়ে গেছে ।
ছেলেরা সচরাচর ভ্রু ছাঁচে না । কিন্তু মেয়েরা Eyebrow একটু বড় হলেই একটা আরেকটাকে ব্যঙ্গ করে – কিরে তোর চোখ তো bushy হয়ে গেলো রে !
যাইহোক, চোখের এই অংশের চুল বা আইব্রো বা আইব্রু নিয়ে চিন্তা করতেই প্রথমে মাথায় এলো শব্দটি । ইংরেজিতে বলে Eyebrow, বাংলায় আমরা প্রাচীন কাল থেকেই ভুরু বা ভ্রু বলি । শব্দ দুটো কতো কাছাকাছি । কারণ, বাংলা এবং ইংরেজী দুটো ভাষাই একই রুটস প্রটো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে ।
ভাষা ছেড়ে সকালের চা খেতে খেতে চিন্তা করলাম চোখের উপরে এই চুল কি কারণে হয় ।
এর অনেকগুলো কারণ আছে । বিবর্তনের অনেক তত্ব আলোচনা না করে ছোট্ট কারণটি ছোট্ট করেই বলি ।
চোখের এই অংশের চুল প্রথমত কপাল কিংবা মাথার ঘাম থেকে চোখ’কে রক্ষা করে । কপালে একটু ঘাম জমে চোখের উপরে এসে পড়লে এখনো আমাদের চোখ জ্বলে । একসময় মানুষকে প্রকৃতিতেই থাকতে হতো । তীব্র গরমে শরীরে ঘাম জমলে চক্ষে এসে প্রথমে পড়ে । আইব্রো মূলত চোখের বেড়া ।
কপাল বা চোখের সামনে দিয়ে যখন বাতাস বয়ে যায়, আর সেই বাতাসে ধুলোবালি, জীবাণু, এমনসব থাকলে ভ্রু সেগুলোকে আটকে রাখে । এতে চোখ সাময়িক জীবাণু ধুলাবালি থেকে রক্ষা পায় ।
বৃষ্টি হলে চোখে মুখে পানি এসে পড়লে আমরা ভালো ভাবে দেখতে পাই না । বৃষ্টি উপর থেকে পড়ে । ঠিক চোখের উপরে অর্ধ চন্দ্রাকার হয়ে ভ্রু এই জল থেকে চোখকে রক্ষা করে । ভ্রু হয়ে ওঠে চোখের বাঁধ ।
সূর্যের আলো সরাসরি চোখে এসে পড়লে আমাদের দেখায় সমস্যা হয় । অনেকসময় গরমের দিনে আমরা ক্যাপ পরি । ক্যাপের কপালের সামনের অংশটি সূর্যের সরাসরি আলো থেকে চোখকে ঢেকে রাখে বলে দেখায় সুবিধা হয় । ঠিক একই ভাবে ভ্রু চোখের উপরে ক্যাপের শেড অংশটার মতো কাজ করে আলোকে সরাসরি চোখে পড়তে বাধা দেয় ।
এমন করে আইভ্রু চোখের অনেক কাজকে সহজ করে দিতে ঘন, পুরু, কালো হয়ে উঠে । যারা এই আইব্রো ছেঁচে কেটে খালেদা জিয়া হয়ে ওঠেন, তারা মূলত চোখের ক্ষতি করেন ।
মুখের সৌন্দর্য্য বাড়াতে মেয়েরা কিংবা সিনেমার নায়কেরা ভুরু ছাঁচেন । ভ্রু ছেঁচে সৌন্দর্য্য আগে নাকি চোখের স্বাস্থ্য আগে, সিদ্ধান্তটি আপনার ।
© অপূর্ব চৌধুরী । চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক ।