চলমান তাপপ্রবাহ আগামী ২৯ শে এপ্রিল বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে।
কেন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে তার সমর্থনে প্রমাণ হিসাবে নিম্নোক্ত কয়েকটি ছবি যোগ করলাম।
প্রথম ছবিটি নির্দেশ করতেছে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার উচ্চতায় প্রবাহিত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ও তার তাপমাত্রা। এই ছবিতে দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত উচ্চতাপমাত্রার বাতাস প্রায় পুরো ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই গরম বাতাস পুরোপুরি বাংলাদেশের উপর থেকে সরে না যাওয়া পর্যন্ত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন হবে না।
দ্বিতীয় ছবিটি নির্দেশ করছে –
মধ্য ও উত্তর ভারত ও বাংলাদেশের আকাশ প্রায় মেঘমুক্ত। ফলের সূর্য থেকে আগত সকল তাপ ভূমিতে পৌঁছচ্ছে।
পাকিস্তান, ভারত ও বাংলাদেশের আকাশে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় এমন একটি প্রাকৃতিক ঢাকনা তৈরি হয়েছে যা সূর্য থেকে আগত তাপকে বায়ুমণ্ডলে ধরে রাখছে ও মাহাশুন্যে ফেরত যেতে বাধা প্রদান করতেছে।
তৃতীয় ছবিতে দেখা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের আকাশে প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস দক্ষিণ-পশ্চিম দিক থেক উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।
চতুর্থ ছবিটি ৩য় ছবিটির একটি ক্লোজআপ অবস্থা যেখানে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশে পছন্দ গরম ও শুষ্ক বাতাসের উপস্থিতি।