বাংলা ভাষায় আবহাওয়া বিজ্ঞান চর্চা: পর্ব ১৬
প্রচণ্ড গরমের সময় আজ রাতে হঠাৎ করে দিনাজপুর জেলার আকাশে প্রচুর কুয়াশা পড়েছে। অনেকেই জানতে চেয়েছেন এই কুয়াশার কারণ কি?
পৃথিবীর ভূ-পৃষ্ট দিনের বেলা সূর্যের আলোর থেকে আগত তাপ শোষণ করে দ্রুত গরম হয়ে উঠে ভূপৃষ্ঠের উপরের বায়ু অপেক্ষা। বিপরীত-ক্রমে রাতের বেলা ভূ-পৃষ্ট দ্রুত ঠাণ্ডা হয়ে যায় ভূপৃষ্ঠের উপরের বায়ু অপেক্ষা। একই ঘটনা সবসময়ই ঘটে।
আজকে রাতে রংপুর বিভাগের উপর দিয়ে বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার উপর দিয়ে (ভূ-পৃষ্ঠের ১০ মিটার উচ্চতা থেকে ২ কিলোমিটার উচ্চতা পর্যন্ত) অত্যন্ত গরম বাতাস প্রবাহিত হচ্ছে যে কারণে অন্যান্য সময়ের অপেক্ষা আজ রাতে ভূপৃষ্ঠের তাপমাত্রা ও ভূপৃষ্ঠের উপরের বায়ুর তাপমাত্রার এই পার্থক্য অন্যান্য দিনের তাপমাত্রার পার্থক্য অপেক্ষা প্রায় ৭ ডিগ্রী সেলসিয়াস বেশি।
ফ্রিজ থেকে ঠাণ্ডা কোল্ড ড্রিংক এর বোতল গরমের দিনে বাহিরে বের করে রাখলে যেমন করে বোতলের গায়ে কুয়াশার মতো ছোট-ছোট পানির বিন্দু জমে ঠিক একই ঘটনা ঘটেছে আজ দিনাজপুরে বা রংপুর বিভাগের জেলাগুলোতে।
উপরের অপেক্ষাকৃত গরম বাতাস ভূ-পৃষ্ঠের কাছা-কাছি এসে অপেক্ষাকৃত ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে কুয়াশার সৃষ্টি করতেছে।